Logo

দক্ষিণ আফ্রিকায় টাউনশিপে বন্দুক হামলায় নারীসহ নিহত ৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৮:২৮
দক্ষিণ আফ্রিকায় টাউনশিপে বন্দুক হামলায় নারীসহ নিহত ৭
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের উপকণ্ঠে একটি টাউনশিপে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে সংঘটিত এই হামলায় এক নারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডটি স্থানীয় চাঁদাবাজি চক্রের বিরোধের জেরে ঘটে থাকতে পারে।

বিজ্ঞাপন

পুলিশের দেওয়া তথ্যমতে, কেপটাউনের মারিকানা নামক এলাকায় মধ্যরাতের পর এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ এবং একজন নারী রয়েছেন, যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবৃতিতে পুলিশ জানায়, হামলাকারীরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের ধরতে নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। এলাকাটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং গোয়েন্দা বিভাগ তদন্ত অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার কেপ ফ্ল্যাটস এলাকাটি দীর্ঘদিন ধরেই গ্যাং সহিংসতা ও সংগঠিত অপরাধের জন্য পরিচিত। চলতি বছরের প্রথম নয় মাসেই এই অঞ্চলে দুই হাজারেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত এই দেশটি বর্তমানে ভয়ংকর অপরাধ এবং দুর্নীতির কবলে পড়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৬৩ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর আগে গত ডিসেম্বরেও একটি হোস্টেল ও বারে আলাদা দুটি বড় হামলার ঘটনায় ২৪ জন প্রাণ হারিয়েছিলেন।

সূত্র: আরব নিউজ।

বিজ্ঞাপন

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD