Logo

জেন-জি প্রজন্ম বিজেপিতে বিশ্বাসী : নরেন্দ্র মোদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি, ২০২৬, ১৬:৫৭
জেন-জি প্রজন্ম বিজেপিতে বিশ্বাসী : নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

ভারতের জেন-জি প্রজন্ম দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে এক নির্বাচনী জনসভায় ওই মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

নরেন্দ্র মোদি বলেছেন, ভারতের জেন জি (জেন-জেড) বিজেপির উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। মুম্বাইয়ের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে দলের ভূমিধস জয়ের প্রসঙ্গ টেনে তিনি এমন মন্তব্য করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের মালদায় ভারতের এই প্রধানমন্ত্রী বলেছেন, বৃহৎ মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো রেকর্ড জয় পেয়েছে। একইভাবে এবার পশ্চিমবঙ্গের ভোটাররাও বিজেপিকেই বেছে নেবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

আগামী কয়েক মাস পর পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে ব্যাপক উত্তাপ শুরু হয়েছে। নির্বাচন ঘিরে বিভিন্ন ইস্যুতে রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি পাল্টাপাল্টি অভিযোগ করছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করে মোদি বাংলায় বলেন, ‌‌‘‘এই সরকার পালানো দরকার।’’

মালদার সমাবেশে তিনি বলেন, নিষ্ঠুর ও নির্দয় তৃণমূল সরকার জনসাধারণের টাকা লুট করছে এবং কেন্দ্রীয় সহায়তা বাংলার মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। তিনি দাবি করেন, তৃণমূল পরাজিত হয়ে বিজেপি ক্ষমতায় এলেই কেবল বাংলায় উন্নয়ন ঘটবে।

বিজ্ঞাপন

তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে অভিযোগ করে মোদি বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে অনুপ্রবেশের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হবে।

এ ছাড়া প্রতিবেশী দেশগুলো থেকে আসা নির্যাতিত মতুয়া ও অন্যান্য শরণার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) তাদের সুরক্ষা দেয়।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD