ডোবা থেকে কম্বলে মোড়ানো নারী ও শিশুর মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ডোবা থেকে কম্বলে মোড়ানো নারী ও শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের ডোবা থেকে কম্বলে মোড়ানো অবস্থায় অজ্ঞাত নারী (২৩) ও শিশুর(২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা সম্পর্কে মা-মেয়ে হতে পারে বলে ধারণা তরা হচ্ছে। হত্যা করার পর মরদেহ দুটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে বলেও ধারণা পুলিশের।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কোলাপাড়া দক্ষিণপাইকসা এলাকা থেকে দু’টি মরদেহ উদ্ধার করা হয়। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হায়দার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কম্বলে মোড়ানো দুটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পাই। এর মধ্যে একটি নারী ও একটি মেয়ে শিশু রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মা-মেয়ে হতে পারে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর ঘাতক কিংবা ঘাতকরা মরদেহ দুটি এখানে ফেলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এসএ/