মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী রশিদ গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের ফুলপুরে মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামী আব্দুর রশিদ সরকার (৯০)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রশিদ সরকার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারী গ্রামের মৃত তরিফ উদ্দিন ওরফে তরিফ সরকারের ছেলে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার আমুয়াকান্দা পয়ারী রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আইসিটিবিডি-১, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মিস কেস নং-১/২০২২ এ গ্রেফতারীী পরোয়ানা মূলে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী আব্দুর রশিদ সরকারকে আমুয়াকান্দার পয়ারী রোডের বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট ট্রাইবুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসএ/