৭২ আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে আ.লীগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৪২ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩


৭২ আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে আ.লীগ
ফাইল ছবি

রাজশাহীর ৩৯টি ও রংপুরের ৩৩টি আসনের মনোনয়ন এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আ.লীগের কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃতে মনোনয়ন বোর্ডের প্রথমদিনের সভা শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের।


তিনি বলেন, আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ফের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।


আরও পড়ুন: আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু


কাদের বলেন, “এবার রাজনীতির বাইরে আজকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। জনগণের কাছে যাদের জনপ্রিয়তা আছে, গুরুত্ব আছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে।”


তিনি জানান, নভেম্বর আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলে।


জেবি/এসবি