প্রয়োজন না হলে জোট নয়: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রয়োজন না হলে জোট নয়।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে আ.লীগ সভাপতিনর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, “মনোনয়নের ব্যাপারে শরিকদের কথা এখনই আমরা ভাবছি না। যাদের জনপ্রিয়তা আছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে।”
আরও পড়ুন: পাবনা-৪ আসন: এমপি পরিবারের আত্মীয়সহ মনোনয়ন প্রত্যাশী ২৪ জন
তিনি বলেন, “জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব?”
আরও পড়ুন: আবারও অবরোধের ডাক দিলেন অলি আহমদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, “নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেওয়া হবে মনোনয়ন।”
জেবি/এসবি