এইচএসসি-সমমানের পাসের হার ৭৮.৬৪ শতাংশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩


এইচএসসি-সমমানের পাসের হার ৭৮.৬৪ শতাংশ
ফাইল ছবি

২০২৩ সালে অনুষ্ঠিত উচ্চ-মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানপরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রবিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ  ফলাফল ঘোষণা করা হয়। 


ফলাফলে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থ। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।


২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।


জেবি/এসবি