Logo

কবিতা লেখায় ১৪ মাসের জেল!

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ২৩:৩৫
111Shares
কবিতা লেখায় ১৪ মাসের জেল!
ছবি: সংগৃহীত

তিনি ২০১৬ সালে লেখা কবিতায় দুই কোরিয়াকে একীকরণের পক্ষে কথা বলেছিলেন।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার প্রশংসা করে কবিতা রচনা করায় দক্ষিণ কোরিয়ায় এক ব্যক্তিকে ১৪ মাসের জেল দেওয়া হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) দেশটির একটি আদালত এই রায় দেন।দেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিজের লেখা কবিতায় উত্তর কোরিয়ার প্রশংসা করায় ৬৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম লি ইউন-সিওপ। তিনি ২০১৬ সালে লেখা কবিতায় দুই কোরিয়াকে একীকরণের পক্ষে কথা বলেছিলেন। 

বিজ্ঞাপন

তার কবিতায় লিখেছেন, দুই কোরিয়া পিয়ংইয়ংয়ের সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে একত্রিত হলে মানুষ বিনামূল্যে বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা পাবে।  

বিজ্ঞাপন

সোমবার দেয়া এই রায়ে সিউলের একটি আদালত বলেছে,“তিনি উত্তর কোরিয়াকে মহিমান্বিত এবং প্রশংসা করে এমন নানা লেখা লিখে উল্লেখযোগ্য পরিমাণে প্রচার চালিয়ে গেছেন।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা আইনে ‘সরকারবিরোধী’ সংগঠনের প্রশংসা এবং প্রচারণাকে বেআইনি ঘোষণা করা হয়েছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD