Logo

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর, ২০২৫, ১২:২৪
17Shares
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১০
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু ও ২৬০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি হয় হিন্দুকুষ পর্বতমালার খোলম অঞ্চলে, মাজার-ই-শরীফ শহরের কাছাকাছি এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে।

বিজ্ঞাপন

ভূমিকম্প আঘাত হানার পর আতঙ্কে বহু মানুষ রাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয় সূত্র জানায়, পবিত্র মাজার-ই-শরীফের কিছু স্থাপনা ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন এলাকায় বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা রাত থেকেই অভিযান চালাচ্ছেন, ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, চলতি বছরের ৩১ আগস্ট আফগানিস্তানে ৬ মাত্রার একটি ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।

২০২৩ সালেও পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। তাই দেশটিতে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুকুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।

 

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD