Logo

নতুন ৮ পারমাণবিক স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ নভেম্বর, ২০২৫, ১৫:৫৫
19Shares
নতুন ৮ পারমাণবিক স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে ইরান
ছবি: সংগৃহীত

ইরান তাদের বৈদ্যুতিক শক্তি উৎপাদন সম্প্রসারণের জন্য রাশিয়ার সহায়তায় নতুন ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) ইরানি সংবাদসংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। 

পারমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, এর মধ্যে চারটি কেন্দ্র বুশেহরে এবং বাকি চারটি দেশের অন্যান্য অঞ্চলে তৈরি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই উদ্যোগ দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনে সহায়ক হবে।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, চলতি বছরের মার্কিন হামলার পরও দেশের পারমাণবিক স্থাপনাগুলোকে আরও শক্তিশালীভাবে পুনর্গঠন করা হবে। তেহরান জোর দিয়ে বলেছে, তাদের পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

গত জুন মাসে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, এই স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির একটি কর্মসূচির অংশ ছিলো। তবে, তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD