পঞ্চগড়ে নৌকার প্রার্থীকে ফুল দিয়ে বরণ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩


পঞ্চগড়ে নৌকার প্রার্থীকে ফুল দিয়ে বরণ
মনোনীত নৌকার প্রার্থী নাঈমুজ্জামান মুক্তা।

পঞ্চগড়ে নৌকার প্রার্থীকে ফুল দিয়ে বরণ করলেন নেতাকর্মী ও সমর্থকরা।


পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী নাঈমুজ্জামান মুক্তাকে মঙ্গলবার(২৮ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে ফেরার পথে ময়দানদিঘী হাইস্কুল মাঠে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।


এর আগে পঞ্চগড়-১ আসনের (সদর আটোয়ারী, তেতুঁলিয়া) আসনের প্রায় দশ হাজার নেতাকর্মী ও সমর্থকরা ময়দানদিঘী হাইস্কুলে সমবেত হন। মূহ মূহ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সারা এলাকা। নেতাকর্মীরা নৌকার পক্ষে শ্লোগান দিতে থাকে।


পরে সেখানে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি’র প্রয়াত বড় ভাই অ্যাডভোকেট বীরমক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেন নাঈমুজ্জামান মুক্তা। 


সেখান থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পথে পথে এলাকার মানুষকে হাত তুলে সালাম ওশুভেচ্ছা জানান নাঈমুজ্জামান মুক্তা।শেষে পঞ্চগড় শেরেবাংলা পার্কের সভা মঞ্চে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন তিনি।


সেখান থেকে সদর উপজেলার টচাকলাহাটে জেলা আওয়ামলীগের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত নূরুল ইসলাম নূরুর কবর জিয়ারত করেন।


এসময় পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হাসনাত মোঃ হামিদুর রহমান, কাউন্সিলর আশরাফুল ইসলাম সদর উপজেলার অমরখানা ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান নূরু, জেলা সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান রেজা,সদর উপজেলার ধাক্কামারা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম দুলাল প্রমূখ উপস্থিত ছিলেন।



আরএক্স/