ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪


ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।


সোমবার (১৬ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে সুর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুর হয়। পরে শহরের পাবলিক ক্লাব মাঠে শহীদ বেদীতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা,পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি দপ্তর, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেসক্লাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।


আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতার সাথে বাড়ছে কাপড়ের দোকানে ভীড়


সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‌্যালি বের হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করার পর বিজয় দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।


এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান, বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রধানসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। 


এসডি/