সায়েদাবাদে যাত্রীবাহী বাসে আগুন

আমরা সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি সায়দাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।”
বিজ্ঞাপন
রাজধানীর সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বাসে অগ্নিসংযোগের খবরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে পোস্তগোলা ফায়ার স্টেশনের দ২টি ইউনিট।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “আমরা সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে খবর পেয়েছি সায়দাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।”
বিজ্ঞাপন
তিনি বলেন, “ওই খবরে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ৭টা ৪৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








