নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।


বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই তলব আদেশ দিয়েছেন সাকিবের নির্বাচনী এলাকা-৯১ ও মাগুরা-১ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার।


আরও পড়ুন: বিএনপির আরও ১ নেতা বহিষ্কার


আদেশে তাকে শুক্রবার (১ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


আরও পড়ুন: নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করছে তাদের সভ্য দেশগুলো কিছু বলছে না: কাদের


উল্লেখ্য, মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর বুধবার প্রথমবার নির্বাচনী এলাকায় যান সাকিব। এ সময় শতশত মোটরসাইকেল আর প্রাইভেটকারের শো-ডাউন দেখা যায়। যা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ ওঠে।


জেবি/এসবি