গৃহবধূ চৈতীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিচারের দাবীতে চরফ্যাশনে মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গৃহবধূ চৈতীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিচারের দাবীতে চরফ্যাশনে মানববন্ধন

ভোলার চরফ্যাশনে গৃহবধূ শাশ্বতী রায় চৈতীর শশুর বাড়িতে স্বামী,শশুর-শাশুরীর নির্যাতনে নির্মমতার শিকার হয়ে অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষা প্রতিষ্ঠান,নিহতের পরিবার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (৯ মার্চ) বেলা ১২ টায় চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয়, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ, ভোলা জেলা নাগরিক ফোরাম দক্ষিণ, টিম চিলেকোঠা, তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম সহ শিক্ষক, সুশিল সমাজের ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

জানাযায়, বিএম কলেজের এমএসসি শেষ বর্ষের  মেধাবী শিক্ষার্থী গৃহবধু চৈতীর একবছর আগে একই ওয়ার্ডের কৃষি উপসহকারী মানষ মজুমদার শাওনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী শাওন,শশুর সমির চন্দ্র মজুমদার ও শ্বাশুরী নিয়তি রানীর নির্যাতনে নির্মমতার শিকার হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এঘটনায় গত শুক্রবার  নিহত চৈতীর বাবা মাষ্টার সুভাষ চন্দ্র রায় বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামী চৈতির স্বামী শাওন,শ্বশুর সমির মজুমদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন। 

মানববন্ধনের সময় বক্তারা গৃহবধূ চৈতীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সঠিক তদন্ত, আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়৷ প্রশাসনকে চৈতীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে৷ চৈতীর বাবা মাস্টার সুভাষচন্দ্র বলেন, ওরা আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে৷ তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের নিকট মেয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।  

এসএ/