প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ

নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু ১৮ ডিসেম্বর
বিজ্ঞাপন
নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু ১৮ ডিসেম্বর। এর আগেই আজ দুই দিনের সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহাপাঠ করে বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেবেন তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর আগমন ও তার সঙ্গে বৈঠকের বিষয় নিয়ে স্থানীয় নেতা-কর্মীরা অনেক বেশি উৎফুল্ল ও উজ্জীবিত বলে জানান তারা।
বিজ্ঞাপন
যদিও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে প্রধানমন্ত্রী এবার কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না বলে দলীয় সূত্র দাবি করেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এজে








