গরুর মাংসের কেজি ৬৫০ টাকা নির্ধারণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:০৬ পিএম, ৭ই ডিসেম্বর ২০২৩


গরুর মাংসের কেজি ৬৫০ টাকা নির্ধারণ
ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি মাংসে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি ।


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত আগামী ১ মাস এই দামেই গরুর মাংস বিক্রি করতে হবে। নির্বাচনের পর মাংসের দাম আবারও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 


আরও পড়ুন: মুরগির বাচ্চাও বিএনপির শত্রু


বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রোর কার্যালয়ে মাংস উৎপাদন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও মাংস ব্যবসায়ী সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে রাজধানীর বাজারগুলোতে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হবে। এরপর সারা দেশে তা বাস্তবায়ন করা হবে। ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থে একেক বাজারে একেক দরে গরুর মাংস বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: দেশের ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন


ব্যবসায়ীদের সভা সূত্রে জানা যায়, গরুর মাংসের কেজি ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে। মানহীন মাংস বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। এক মাস পরীক্ষামূলকভাবে মাংস বিক্রির পর আবার মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা।


জেবি/এজে