Logo

গরুর মাংসের কেজি ৬৫০ টাকা নির্ধারণ

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৩, ০১:০৬
62Shares
গরুর মাংসের কেজি ৬৫০ টাকা নির্ধারণ
ছবি: সংগৃহীত

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত

বিজ্ঞাপন

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি কেজি মাংসে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত আগামী ১ মাস এই দামেই গরুর মাংস বিক্রি করতে হবে। নির্বাচনের পর মাংসের দাম আবারও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রোর কার্যালয়ে মাংস উৎপাদন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও মাংস ব্যবসায়ী সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবার (৮ ডিসেম্বর) থেকে রাজধানীর বাজারগুলোতে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হবে। এরপর সারা দেশে তা বাস্তবায়ন করা হবে। ব্যবসায়ী ও ক্রেতা উভয়ের স্বার্থে একেক বাজারে একেক দরে গরুর মাংস বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের সভা সূত্রে জানা যায়, গরুর মাংসের কেজি ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে। মানহীন মাংস বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। এক মাস পরীক্ষামূলকভাবে মাংস বিক্রির পর আবার মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মুর্তজা।

জেবি/এজে

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD