কুড়িগ্রাম নারী নির্যাতন প্রতিরোধের পক্ষে গ্রামীণ খেলাধুলা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩


কুড়িগ্রাম নারী নির্যাতন প্রতিরোধের পক্ষে গ্রামীণ খেলাধুলা
গ্রামীণ খেলাধুলা। ছবি: জনবাণী

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশেন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট’র আয়োজনে  খেলাধুলার আয়োজন করা হয়। 


বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে নির্যাতিত নারীদের আইনি সহায়তা বিষয়ক আলোচনা করেন পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন প্রমুখ।


আরও পড়ুন: খেলাধুলা নীতি, তারুণ্য ও শক্তির প্রতীক


প্রতিযোগিতায় ওই গ্রামের শতাধিক নারী ও কিশোরী দিনভর গ্রামীণ খেলাধুলায় মেতে ওঠেন। এসময় ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা, ঝুড়িতে বল নিক্ষেপ, চোখ বেঁধে হাস ধরা, মিউজিক্যাল পিলো পাসিং, চোখ বেঁধে বধুর কপালে টিপসহ নানান খেলার আয়োজন করা হয়। 


প্রতিদিন সংসারের নানান কাজের চাপে যুক্ত থাকা এসব নারী ও কিশোরীরা একটা দিনের জন্য দিনভর আনন্দ আর উৎসবে মেতে ওঠেন।


আন্তর্জাতিক দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড, গ্লোবাল ফান্ড ফর উইমেন ও জার্মানভিত্তিক মালটিজার ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় এবং পার-২, ইয়েস ও বিএমজেড-পিটি প্রকল্প যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। 


আরএক্স/