যৌন উত্তেজক ও মাদক সংরক্ষণ, স্কুল শিক্ষকের কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মাদক ও যৌন উত্তেজক সংরক্ষণের দায়ে আটক সাইফুল (৪২)। ঝালকাঠিতে ৪৮০ পিস ভায়াগ্রা ও ৮০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ সাইফুল (৪২) নামে এক শিক্ষককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বুধবার (৮ মার্চ) বিকেলে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের দক্ষিণ পিপলিতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল পিরোজপুর জেলার স্বরুপকাঠি আতা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।
ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুর কাদের জানান, দক্ষিণ পিপলিতা গ্রামের সাইফুল নিজের বাড়িতে বসেই যৌন উত্তেজক ট্যাবলেট ও প্যাথেডিন ইনজেকশন বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ভেতর থেকে ৪৮০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ও ৮০ পিস প্যাথেডিন ইনজেকশনসহ সাইফুলকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ড প্রদানের পরে তাকে ঝালকাঠি কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
এসএ/