পানির স্তর ধরে রাখতে নদী-খাল পুণঃখনন শুরু করেছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পানির স্তর ধরে রাখতে নদী-খাল পুণঃখনন শুরু করেছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নদ-নদী, খাল পাড়ের সব অবৈধ স্থাপনা ও জমি দখলমুক্ত করতে সরকার বদ্ধপরিকর। এই ক্ষেত্রে সরকার আরও কঠোর হবে। খরা মৌসুমে পানির স্তর নেমে যাওয়ায় পানিতে আসের্নিকের প্রভাব বেড়েছে। সর্বত্রবিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। তাই সরকার দেশের ৬৪ জেলার সমস্ত নদ,নদী,খালপুণ:খনন করে সেগুলোর নব্যতা বৃদ্ধি সহ পানির স্তর ধরে রাখতে নদ,নদী, খালপুণ:খনন শুরু করেছে। 

বৃহস্পতিবার ( ১০ মার্চ) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুরে ভৈরব নদীর অবশিষ্ট অংশের খনন কাজের উদ্বোধনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যায়ে ভৈরবের অবশিষ্টাংশের ২য় প্রকল্পের এই খনন কাজ শুরু হলো।

এর আগে সকাল ১১ টায় মন্ত্রী হেলিকপ্টারযোগে মেহেরপুরের মুজিবনগর পৌছুঁলে জেলা প্রশাসক মনসুর আলম খাঁন তাকে অভ্যত্থনা জানান। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মুজিবনগরের যতারপুর ভৈরব নদী পাড়ে গিয়ে নদীপুণ:খনন কাজের ফলক উম্মোচন করেন। 

এই সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুলরশিদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম ও পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত ছিলেন।

এসএ/