Logo

রাজধানীতে নিয়ন্ত্রণহারা জিপের চাপায় নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৩, ২১:৫৩
53Shares
রাজধানীতে নিয়ন্ত্রণহারা জিপের চাপায় নিহত ৩
ছবি: সংগৃহীত

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রী ছাউনি সংলগ্ন প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারানো একটি জিপের ধাক্কায় ৩ জনের প্রাণহানি হয়েছে। এতে  ঘটনাস্থলেই ইয়াছিন (৯) নামে এক শিশু মারা যায়।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার যাত্রী ছাউনি সংলগ্ন প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

 

দুর্ঘটনার পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উজ্জ্বল পান্ডে (২৬) ও আমরিনা (২৭) নামে আরও দুজনের মৃত্যু হয়। নিহত শিশুটির বাবা মো সুমন (৩৫) হাসপাতালে ভর্তি আছেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার। তিনি জানান, একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপরে উঠে পড়ে। এতে এক শিশু ঘটনাস্থলে মৃত্যু হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। জিপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

নিহত উজ্জ্বল পান্ডের শ্যালক সবুজ কির্তনীয়া জানিয়েছেন, তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাজিপাড়া গ্রামে। উজ্জ্বল নতুনবাজার এলাকায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তবে খিলক্ষেতে কেন গিয়েছিলেন, তা তিনি জানেন না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহত সুমনের বাবা মো. মফিজ জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে। সুমন মোহাম্মদপুর পাবনা হাউজ গলিতে পরিবার নিয়ে থাকেন। তিনি নিজে খিলক্ষেত ১৩ নম্বর রোডে একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করেন। সুমন ও তার ছেলে ইয়াছিন খিলক্ষেতে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখান থেকে মোহাম্মদপুরে যাচ্ছিলেন। পরে তিনি দুর্ঘটনায় কথা জানতে পারেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান,  খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় আহত সুমন ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD