প্রেমের বিয়ে, স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রেমের বিয়ে, স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনার বেতাগীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) বেলা এগারোটার বেতাগীর মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা গ্রাম থেকে আসলাম হাওলাদার (২২) ও তার স্ত্রী তামান্না বেগমের (১৮) গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মনির হাওলাদার জানিয়েছেন তার ছেলে আসলাম হাওলাদারের সঙ্গে প্রতিবেশী হিরু হাওলাদারের মেয়ে তামান্নার প্রেমের সম্পর্ক ছিলো। এক বছর আগে তারা পরিবারের অমতে বিয়ে করেছে। তামান্নার পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি। মনির হাওলাদার ঢাকা শহরে চাকরি করে। তার স্ত্রী গতকাল আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলো। গতকাল শুক্রবার রাতে আসলাম ও তামান্না দুজনই ওই বাড়িতে ছিলো। শনিবার সকাল পর্যন্ত তাদের ঘরের দরজা বন্ধ ছিলো। ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাদের খুঁজতে থাকে। পিছনের দরজার ছিটকানি খুলে ঘরের দোতলায় এক শাড়িতে ফাঁস লাগানো অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ দেখা যায়।

বেতাগী থানার ওসি শাহআলম হাওলাদার জানিয়েছেন, বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মনির হাওলাদার জানিয়েছেন, আসলাম ও তামান্নাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি তাদের মৃত্যুর জন্য হিরু হাওলাদারকে দায়ী করেছেন। 

এসএ/