পিকআপ ভ্যান ও দুই মোটর সাই‌কেলের ত্রিমুখী সংঘ‌র্ষ, হতাহত ৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পিকআপ ভ্যান ও দুই মোটর সাই‌কেলের ত্রিমুখী সংঘ‌র্ষ, হতাহত ৫

পটুয়াখালীর দুম‌কির ব‌শি‌রিয়া মাধ্যমিক বিদ্যাল‌য়ের সাম‌নে দুই মোটর সাই‌কেল ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘ‌র্ষে ঘটনাস্থলেই মারা গে‌ছে মোটর সাই‌কেল আরোহী কি‌শোর বা‌য়ে‌জিদ। গুরুতর আহত হ‌য়ে‌ছেন অপর চারজন। 

শনিবার (১২ মার্চ) সকাল সা‌ড়ে দশটায় এ দুর্ঘটনা ঘ‌টে। এর ম‌ধ্যে আশংকাজনক অবস্থায় আরেক মোটরসাই‌কেল আরোহী স্কুল শিক্ষক হা‌বিবুর রহমান‌কে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পু‌লিশ পিকাপ ভ্যানটি আটক ক‌রে চালক জ‌হির ও হেলপার জাকা‌রিয়া‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে।

দুম‌কি থানা পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, সকাল সা‌ড়ে দশটায় দুম‌কির মুরা‌দিয়া বোর্ড বাজা‌রে কা‌ছে ব‌শি‌রিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সাম‌নে বিপরীতমুখী দু‌টি মোটরসাই‌কে‌লের ম‌ধ্যে প্রথ‌মে সংঘর্ষ হয়। প‌রে পিকআপ ভ‌্যান‌টি আঘাত ক‌রে। ত্রিমুখী সংঘ‌র্ষে মোটরসাই‌কে‌ল আরোহী বা‌য়ে‌জিদ ঘটনাস্থ‌লেই মারা যান। অপর চারজন‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে দুম‌কি হাসপাতা‌লে আনা হয়। আশংকাজনক অবস্থায় স্কুল শিক্ষক হা‌বিবুর‌কে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে রেফার করা হয়।

মুরা‌দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার জানান, ব‌শি‌রিয়া মাধ্যমিক বিদ্যাল‌য়ের সাম‌নে দুর্ঘটনার খবর পে‌য়ে‌ছি। একজন ঘটনাস্থ‌লেই  মারা যায়। গুরুতর আহত চরগরবদী আবুল কাশেম হাই স্কু‌লের শা‌রিরিক শিক্ষক হা‌বিবুর রহমান‌কে ব‌রিশাল পাঠা‌নো হ‌য়ে‌ছে।

দুম‌কি থানার ওসি আবদুস সালাম জানান, দুর্ঘটনার খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। নিহ‌তের মৃত‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পিকআপ ভ‌্যা‌নের চালক ও হেলপার‌কে আটক করা হ‌য়ে‌ছে। ।

জানা গেছে, নিহত কি‌শোর বা‌য়ে‌জিদ পটুয়াখালী সদর উপ‌জেলার বদরপু‌রের আবদুর রহমা‌নের ছে‌লে।   

এসএ/