ধর্ষণের পর সালিশে মিমাংসা, কিশোরীর আত্মহত্যার চেষ্টা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ধর্ষণের পর সালিশে মিমাংসা, কিশোরীর আত্মহত্যার চেষ্টা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ধর্ষণের পর সালিশে মিমাংসা করায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এক কিশোরী।

জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের একটি গ্রামের কিশোরীর সাথে ফতেনগর গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে মোঃ উমর ফারুক (২২) এর পরিচয় হয়। শুক্রবার ভোরে উমর ফারুক ওই কিশোরীর সাথে দেখা করতে বাড়িতে ডেকে নিয়ে বিবাহ করার আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর ডাক চিৎকারে তার মামাসহ পরিবারের অন্যান্য লোকজন এসে উমর ফারুককে আটক করে। এঘটনায় স্থানীয় মাতব্বররা কিশোরীকে উমর ফারুকের সাথে বিয়ের সিদ্ধান্ত দিলে উমর ফারুকের সংসার রয়েছে এমন খবর শুনে বিয়েতে রাজি না হয়ে মান সম্মানের ভয়ে শনিবার রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। কিশোরীকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিশোরীর মামা বাদি হয়ে উমর ফারুককে আসামি করে একটি মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আটক করা হয়েছে।

এসএ/