ন্যাশনাল ব্যাংকের সঙ্গে পিনাটা এয়ার ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পিনাটা এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড (শেলটেক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান)।
মঙ্গলবার (৩ জানুয়ারি) পিনাটা এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: গ্রীন ডেল্টার সঙ্গে ব্যাংকাশিউরেন্সের চুক্তি স্বাক্ষর করেছে ইবিএল
এসময় ন্যাশনাল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দিন আহমেদ এবং পিনাটা এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষে শেলটেক গ্রুপের ভাইস চেয়ারম্যান এসকে বশির আহমেদ মামুন চুক্তি স্বাক্ষর করেন।
উল্লেখ্য, এই চুক্তির মাধ্যমে এখন থেকে পিনাটা এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড এর পক্ষে ব্রিটিশ এয়ারওয়েজের অনুকূলে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আউটওয়ার্ড রেমিটেন্স সেবা প্রদান সহ অন্যান্য আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করবে।
এসময় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার, এনভয় লিগ্যাসি ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ সহ ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আইএফআইসি ব্যাংকের দনিয়া শাখার উদ্যোগে শীতার্তদের
এছাড়াও ন্যাশনাল ব্যাংকের সিআরএম ডিভিশনের প্রধান ও ইভিপি মো. শহিদুল ইসলাম, ট্রেজারি ডিভিশনের প্রধান ও এসভিপি মো. কামরুল হাসান মিঠু, আন্তর্জাতিক ডিভিশনের প্রধান ও ভিপি রাব্বী আহমেদ চৌধুরী এবং শেলটেক গ্রুপের উপদেষ্টা রেজাউর রহমান সোহাগ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরএক্স/