দক্ষিণ কোরিয়ায় এমিরেটসের আরও ৩টি সাপ্তাহিক ফ্লাইট


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪


দক্ষিণ কোরিয়ায় এমিরেটসের আরও ৩টি সাপ্তাহিক ফ্লাইট
ফাইল ছবি।

এমিরেটস এয়ারলাইন ১৯ ফেব্রুয়ারি ২০২৪ থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সপ্তাহে আরও তিনটি ফ্লাইট পরিচালনা করবে। এর ফলে, দুবাই-সিউল রুটে মোট সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দশটিতে উন্নীত হবে। 


নতুন এই ফ্লাইটগুলো পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং-৭৭৭। ফ্লাইটগুলো সোমবার, বুধবার এবং শুক্রবার চলাচল করবে। তিনটি ফ্লাইট প্রতি সপ্তাহে দুবাই ও সিউলের মধ্যে সপ্তাহে অতিরিক্ত এক হাজারের অধিক যাত্রী আসনের যোগান দেবে এবং বাড়তি ৪৫টন কার্গো পরিবহণ সুবিধা প্রদান করবে। 


আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি ১১ ফ্লাইট


এমিরেটস ২০০৫ সাল থেকে সিউলে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা শুরু করে। বর্তমানে দ্বিতল এয়ারবাস এ-৩৮০ এর সাহায্যে দৈনিক একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। 


এয়ারলাইনটি বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’ সেবা অফার করে।


আরএক্স/