সরকারের সকল ধরণের সেবা থেকে বঞ্চিত হবেনা সুন্দরগঞ্জ: ইউএনও তরিকুল
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪
সরকারের কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে নানান উদ্যোগ গ্রহণ করেছেন সুন্দরগঞ্জের ইউএনও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম।
তিনি সুন্দরগঞ্জ উপজেলায় দায়িত্ব নিয়ে আসার পর (ইউএনও) অফিসকে করেছেন দালাল মুক্ত।
আরও পড়ুন: হাড়কাঁপানো শীতে কাঁপছে পঞ্চগড়
তিনি দায়িত্বে বসেই বলেছেন, তিনি কারো রক্ত চক্ষুকে ভয় পায়না। যতদিন তিনি দায়িত্বে থাকবেন ততদিন দালালদের কোন কাজ হবেনা (ইউএনও) অফিসে। সরকারের নিয়ম পদ্ধতিতেই চলবে সরকারের সকল ধরণের সেবা।
তরিকুল ইসলাম উপজেলায় যোগদান করার পর থেকে অফিসটিতে সেবা নিতে আশা মানুষগুলো আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়না। সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরটিতে সেবা নিতে আশা মানুষগুলো-সহ উপজেলার ২৫ টি ইউপি পরিষদের জনপ্রতিনিধিদের মনে অল্প সময়ে জায়গা করে নিয়েছেন, (ইউএনও) তরিকুল ইসলাম।
গণমাধ্যমকর্মীদের তথ্যমতে বর্তমান (ইউএনও) তরিকুল ইসলাম পূর্বের ইউএনওদের থেকেও অল্প সময়ে ব্যাপক সুনাম কামাবেন। কয়েকদিন আগেও গণমাধ্যমের চোখে পড়ে, (ইউএনও) মো. তরিকুল ইসলাম শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র কম্বল নিয়ে ছুটছেন।
আরও পড়ুন: পরিত্যক্ত মর্টারশেল ধ্বংস বাংলাবান্ধায় স্থলবন্দরে
এব্যাপারে (ইউএনও) তরিকুল ইসলামের সাথে দৈনিক জনবাণীর রিপোর্টার শেখ সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, উপজেলাবাসীর সকল ধরণের সেবা নিশ্চিত করণে সরকার আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমি শুধু সঠিক ভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি মাত্র।
আরএক্স/