‘আ. লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য ধরা-ছোঁয়ার বাইরে থাকবে’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য মানুষের ধরা-ছোঁয়ার বাইরে থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষের ছায়া থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ আধ পেটা থাকবে এটাই বাস্তবতা, এটাই সত্য।
রবিবার (১৩ মার্চ) সকাল ১১টায় রাজধানীর শান্তিনগর বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসন সম্বলিত লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘চাল-ডাল, তেল, আটা, গুড়া দুধ, আনাসপাতি আজকে মানুষের ধরা-ছোঁয়ার বাইরে। আজকে বেগুনের গায়ে হাত দিলে, আলু গায়ে হাত দিলে, সবজীর গায়ে হাত দিলে বিদ্যুতের মতো শক করে।’
রিজভী অভিযোগ করেন, ‘এই ১০ বছরে বিদ্যুতের দাম তারা (সরকার) বৃদ্ধি করেছে ৯০ শতাংশ, গ্যাসের দাম বৃদ্ধি করেছে ১৪৪ শতাংশ, ডিজেলের দাম তারা বৃদ্ধি করেছে ৮২ শতাংশ এবং পানির দাম বৃদ্ধি করেছে তারা ২৪৪ শতাংশ। পৃথিবীর যে দেশে জনগণের সরকার থাকে সেখানে এই ধরনের দাম বৃদ্ধি হয় না।’
রিজভী বলেন, ‘আজকে ওএমএসের যে লম্বা লাইন সেখানে মধ্য আয় ও স্বল্প আয়ের মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে এই চৈত্র্যের ভয়ংকর রোদের মধ্যে। রাজধানীসহ কিছু জেলায় এই টিসিবির ন্যায্যমূল্যে পণ্য সারাদেশে ১-২ শতাংশ দিতে পারে। সারাদেশের মানুষ আজকে চড়া দামে জিনিসপত্র কিনছে। অর্ধ পেট এবং এক বেলা আধ পেটা খেয়ে দিন কাটাচ্ছে তারা।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপুসহ নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ‘দ্রব্যমূল্যের ঊধর্বগতি ও সরকারের দুঃশাসন’ সম্বলিত লিফলেট ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিলি করেন।
এসএ/