‘প্রতি বছর ২০ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪


‘প্রতি বছর ২০ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের - ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তরুণদের বেকারত্ব দূর করা আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ। প্রতি বছর ২০ লাখ তরুণকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আগামী ৫ বছরে এক কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা খুব জরুরি বলে আমি মনে করি।


বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 


আরও পড়ুন: বাসায় ফিরলেন খালেদা জিয়া


নতুন সরকারের শপথ নিতে বঙ্গভবনে এসেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো গাড়িতে করে তারা শপথ নিতে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের জয় নয়, ক্ষয় হবে: রিজভী


শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বিকাল সাড়ে ৫টায় বঙ্গভবনে প্রবেশ করেন।


একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা। শপথ নেয়ার মাধ্যমে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন তিনি।


জেবি/এসবি