নতুন করে নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার: কাদের


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪


নতুন করে নির্বাচনের দাবি মামাবাড়ির আবদার: কাদের
ওবায়দুল কাদের - ফাইল ছবি

বিএনপিসহ সমমনা দলগুলোর নতুন করে নির্বাচনের দাবিকে  মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “আওয়ামী লীগ দেশি-বিদেশি চাপের কাছে নতি স্বীকার করে না।”


রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রীর কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


কাদের বলেন, “আমাদের অনেক কাজ আছে সামনে, অনেক চ্যালেঞ্জ আছে। তবে এখনো আমরা সড়কে যানবাহনের শৃঙ্খলা আনতে পারিনি। বিশ্বব্যাংকের সঙ্গে একযোগে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। এটা করতে পারলে রোড সেফটি নিশ্চিত হবে। আজ অনেক রাস্তা হচ্ছে। রাস্তাগুলো স্মার্ট করতে হবে। এ বিষয়গুলোও আমরা দেখবো। অনেক সড়কের নির্মাণকাজ শেষ করতে হবে।”


আরও পড়ুন: আ. লীগের যৌথসভা সোমবার


এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা চিরজীবন ক্ষমতায় থাকবো না। একটা দল চিরজীবন ক্ষমতায় থাকেও না। এ দেশের সকল সম্পদ জনগণের। বিরোধীদলের যারা আছেন তারাও এ সম্পদের অংশীদার। কাজেই উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে সেটা ২০৪১ সাল অবধি আমাদের ভিশনে নিয়ে যেতে হবে।”


জেবি/এসবি