সমুদ্র উপকূলে ধরা পড়েছে এক সপ্তাহ দুইটি শাপলাপাতা মাছ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

আনোয়ারা সমুদ্র
উপকূলে ধরা পড়েছে এক সপ্তাহ দুইটি বিশাল আকারের শাপলা পাতা মাছ। বঙ্গোপসাগরের কুতুবদিয়া
এলাকায় বড়শিতে পুঁটি মাছ দিয়ে টোপ পাতেন। একপর্যায়ে বড়শিতে হ্যাঁচকা টান পড়ল।
টোপ গিলেছে বড় কিছু—এমন ধারণা সবার। ধীরে ধীরে বড়শি ওপরে
আনার পর ভেসে উঠল বিশাল আকারের একটি শাপলা পাতা মাছ।এবার সবার চোখ ছানাবড়া। কোনোভাবে
মাছটিকে বড়শিতে আটকে রাখা যাচ্ছে না। তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন আরও কয়েকজন
জেলে। শেষে ফলা দিয়ে আঘাত করে মাছটিকে দুর্বল করা হয়। ৩০ মিনিটের চেষ্টায় মাছটিকে
তীরে ওঠানো হয়। মেপে দেখা গেল এর ওজন প্রায়
১৬৫ কেজি ওজনের বিশাল শাপলাপাতা মাছ।
সোমবার(১৪ মার্চ)
সকালে পারকি সৈকতে আনার পর এটি ৫০ হাজার টাকায় বিক্রি করেন ওজন প্রায় ১৭৬কেজি।এর আগে গত ১২মার্চ বিশাল শাপলাপাতা মাছ ধরা পড়েছে এর ওজন প্রায় ১৬৫ কেজি
বিশাল শাপলাপাতা মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি করেন। বিশাল এই মাছটি দেখতে এলাকায়
ভিড় জমে যায়।
দীল মোহাম্মদ
বলেন, ‘প্রথমে মনে হয়েছে বড় আকারের বোয়াল আটকাইছে। বেশি জোর করতাছে। তখন মনে হইল
বোয়াল না। শাপলা পাতা মাছ হইতে পারে, এমন ধারণা আছিল না।’
তাঁর সহযোগী মো. রফিক বলেন, ‘মাছটি দেখার পর মনে অনেক আনন্দ হইছে। আবার ডরও লাগতাছিল।
না জানি ছুইটা যায়! তুইলা আনতে অনেক কষ্ট হইছে।’
বৈজ্ঞানিক নাম
হিমানটুরা ইমব্রিকাটা। এ প্রজাতির মাছ সাগরে জেলের বড়শিতে ধরা পড়া মাছটি শাপলাপাতা
নামে পরিচিত। স্থানভেদে কেউ কেউ এটিকে বাড়ুল মাছও বলে থাকেন। সাগর-নদীতে সাধারণত মাটি
ছুঁই ছুঁই করে এটি চলাচল করে। বাজারে মাছটির চাহিদা রয়েছে।
জি আই/