আন্দোলন যাত্রা থামবে না: মান্না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৮ পিএম, ২রা ফেব্রুয়ারি ২০২৪

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারকে যেতে হবেই। তার আগে আমরা রাস্তা ছাড়ব না। আমাদের আন্দোলন যাত্রা থামবে না, যতক্ষণ পর্যন্ত এই সরকারকে গদি থেকে নামাতে না পারব। আর তাদের যেতে হবেই। আওয়ামী লীগের দিন বড় খারাপ। আরও খারাপ আসবে। খুব বেশি দিন লাগবে না।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাঙ্গাহীর আলমের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিএনপি না, দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত: কাদের
তিনি বলেন, “সংসদ নির্বাচনের আগে থেকে আমরা লড়াইয়ের রাস্তায় আছি। রাস্তা ছেড়ে যাব না। এর মধ্যেই বিরোধী দল আবার মিছিল শুরু করেছে। কর্মসূচি দিচ্ছে। পুলিশের ভয় যদি পাই তাহলে এখানে আসছি কেন?”
আরও পড়ুন: ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা
মাহমুদুর রহমান মান্না বলেন, “আওয়ামী লীগ এখন বলে আমরা ৫ বছর থাকব। তারা নিজেরাই বুঝতে পারছে না যে, কয়দিন থাকবে। কারণ তিন মাসের মধ্যে পিঁয়াজ ও চাল কেনার টাকা যদি না থাকে, গরিব মানুষের এবং চাকরিজীবীদের বেতন দেয়ার টাকা যদি না থাকে তাহলে এই সরকার চলবে কেমনে?”
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

পিআর পদ্ধতিতেই হবে আগামী সংসদ নির্বাচন: নায়েবে আমির ডা. তাহের

বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আশাবাদী

জামায়াত আমিরের বাসভবনে গেলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে যে আলোচনা করলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
