বাড়তে পারে রাতের তাপমাত্রা, ৪ বিভাগে বৃষ্টির আভাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৫০ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪


বাড়তে পারে রাতের তাপমাত্রা, ৪ বিভাগে বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়া স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানানো হয়।


রবিবার (১৮ ফেব্রুয়ায়রি) আবহাওয়া অফিস বলছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) চার বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন: ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়


পূর্বাভাসে বলা আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 


আরও পড়ুন: চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে


শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


জেবি/এসবি