অগ্নিকাণ্ডে দুই মেয়েকে হারিয়ে শোকে পাথর দুদক কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই আগুনের ঘটনায় একসঙ্গে দুই মেয়েকে হারিয়েছেন দুদকের সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল। এ ঘটনায় শোকে পাথর হয়ে পড়েছেন তিনি। মেয়েদের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই সরকারি কর্মকর্তা।
শুক্রবার (১ মার্চ) রাজধানীর শাহজাহানপুরে কবরস্থানে দাফন হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: বেইলি রোডে আগুনের সূত্রপাত কীভাবে, জানালেন র্যাবের মহাপরিচালক
অগ্নিকাণ্ডে মারা যাওয়া দুই মেয়ে হলেন, মেহেরা কবির দোলা (২৯) ও মাইশা কবির মাহী (২১)। বড় মেয়ে মেহেরা কবির দোলার কিছুদিন আগে বিয়ে হয়। তিনি আইএফআইসি ব্যাংকে কর্মরত ছিলেন। আর ছোট মেয়ে মাহী স্টামফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সের দ্বিতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন বলে জানা গেছে।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। দুর্ঘটনার খবর শুনে দুদক চেয়ারম্যান, দুদক সচিব খোরশেদা ইয়াসমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জুয়েলের কাছে ছুটে গেছেন।
আরও পড়ুন: আগুনে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেবে সরকার
মেয়েদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দোয়া চেয়েছেন তাদের বাবা সহকারী পরিদর্শক কবির হোসেন জুয়েল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটি প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
আরএক্স/