জামিন পেলেন পি কে হালদারের বান্ধবী

দুদককের আইনজীবী খুরশীদ আলম খান জানান, অবন্তিকার জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবার আপিল করবে।
বিজ্ঞাপন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পি কে হালদারের বান্ধবী ৪ বছরের সাজাপ্রাপ্ত অবন্তিকা বড়ালকে জামিন দিয়েছেন উচ্চ আদালত।
সোমবার (৪ মার্চ) বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই জামিন দেন।
বিজ্ঞাপন
দুদককের আইনজীবী খুরশীদ আলম খান জানান, অবন্তিকার জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবার আপিল করবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় গত বছরের ৮ অক্টোবর গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতে-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দিয়েছিলেন। রায়ে পিকে হালদার ছাড়াও ১৩ আসামিকে দুই মামলায় তিন ও চার বছর করে মোট সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এছাড়া দণ্ডিতদের মধ্যে ৪জন কারাগারে রয়েছেন। তারা হলেন- অবন্তিকা বড়াল, সুকুমার মৃধা, শংখ বেপারী, ও অনিন্দিতা মৃধা। এর মধ্যে অবন্তিকা বড়াল পি কে হালদারের বান্ধবি বলে জানা যায়।
জেবি/এসবি








