ফরজ গোসলের পর আবার অজু করতে হবে কি?


Janobani

ইসলাম ডেস্ক

প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৪


ফরজ গোসলের পর আবার অজু করতে হবে কি?
ফাইল ছবি

আরবী শব্দ থেকে এসেছে গোসল। এই শব্দটি  বাংলায়ও প্রচলিত। গোসল অর্থ হচ্ছে পুরো শরীর পানি দিয়ে ধৌত করা। সাধারণত প্রতিদিনই বা নিয়মিত আমরা গোসল করে থাকি। পরিচ্ছন্নতার জন্য নিয়মিত গোসল করা উচিত। কিছু কারণ ঘটলে গোসল ফরজ হয়ে যায়। 


কারণগুলো হলো,

আরও পড়ুন: ওমরাহ পালনের সময়সীমা ১৫ জিলকদ পর্যন্ত

১. কারো মৃত্যু হওয়ার পর তাকে গোসল করানো ফরজ হয়।


২. স্বামী স্ত্রী শারীরিকভাবে মিলিত হওয়ার পর গোসল ফরজ হয়।


৩. নারীদের মাসিক বা নেফাসের বন্ধ হলে গোসল ফরজ হয়।


৪. পুরুষ অথবা নারী ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় যে কোনো কারণে বীর্যপাত হলে গোসল ফরজ হয়।


আরও পড়ুন: ওমরাহ করতে বাংলাদেশিদের লাগবে না ভিসা


ফরজ গোসলের সময় কুলি করা, নাকি পানি দেওয়া ও পুরো শরীর ভালোভাবে ধৌত করা ফরজ। নাকে পানি না পৌঁছলে বা কুলি না করলে ফরজ গোসল হয় না।


যদি কেউ যখন ফরজ গোসল করে, তখন গোসলের সাথে তার অজুও হয়ে যায়। অজুর সময় যে অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা ফরজ, গোসলের সময় সেগুলো ধৌত করা হয়। তাই গোসল করার পর নামাজের জন্য পৃথক অজু করার প্রয়োজন নেই।


আয়েশা (রা.) বলেছেন, “আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ফরজ গোসলের পর অজু করতেন না। (সুনানে ইবনে মাজা: ৫৭৯)”


জেবি/এসবি