যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২. ৬ ডিগ্রি, গলছে রাস্তার পিচ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪


যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২. ৬ ডিগ্রি, গলছে রাস্তার পিচ
ছবি: সংগৃহীত

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। তীব্র তাপমাত্রা ও গরমের কারণে গলে যাচ্ছে যশোরের বিভিন্ন সড়কের পিচ।


শনিবার (২০ এপ্রিল) দুপুরে ৩টায় যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির আবহাওয়া দফতর এ তাপমাত্রা রেকর্ড করেছে। 


আরও পড়ুন: ৪২.৩ ডিগ্রির তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, হচ্ছে মাইকিং


আবহাওয়া অফিস জানায়,  তিনদিন আগে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ দিন তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শক্রবার (১৯ এপ্রিল) যশোরে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যশোরে তাপমাত্রা আরও বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। আর চুয়াডাঙ্গায় দ্বিতীয় সর্বোচ্চ ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: তীব্র গরম, চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু


গেল কয়েকদিন ধরে চলা তীব্র তাপে  যশোরের মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শহরে লোকজনের উপস্থিতি কম হলেও শ্রমজীবী মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। স্বস্তি পেতে রাস্তার পাশে জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ কিছু সময় পর পর হাতে মুখে পানি দিয়ে নিজেকে শীতল রাখার চেষ্টা করছেন।


আবহাওয়া দফতর জানায়, এ তাপদাহ আরও কিছুদিন বিরাজ করবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বাড়বে।


জেবি/এসবি