শীতলক্ষ্যায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি (ভিডিও)
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে গেছে। রবিবার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লঞ্চে থাকা ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে লঞ্চটিতে ৭০ থেকে ১০০ যাত্রী ছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে।
দুপুরে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিলো একটি লঞ্চ। এ সময় তেলবাহী একটি জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়।
ওআ/