তিন মামলায় মামুনুল হকের জামিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪
হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত রাজধানীর পল্টন থানার দুই ও মতিঝিল থানার একটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: জামিন পেলেন হেফাজত নেতা মামুনুল হক
আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০১৩ সালের মতিঝিল থানার এক মামলায় ও ২০২১ সালের পল্টন থানার দুই মামলায় জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে ঢাকায় ও ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিন না পাওয়ায় এখনি তার কারামুক্তি হচ্ছে না। তবে খুব তারাতাড়ি সকল মামলায় জামিনের মাধ্যমে তিনি কারামুক্তি হবেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ আদালতে মামুনুল হক
২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
জেবি/এসবি