মধ্যরাতে রাজধানীতে বজ্রসহ শিলা বৃষ্টি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২৪ অপরাহ্ন, ৫ই মে ২০২৪


মধ্যরাতে রাজধানীতে বজ্রসহ শিলা বৃষ্টি
ছবি: সংগৃহীত

অবশেষে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। রাজধানী বাসীর জীবনে এই বৃষ্টি যেন স্বস্তি নিয়ে এসেছে।


রবিবার (৫ মে) রাত ১০টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়। বৃষ্টির সাথে শিল পড়লেও তীব্র গরমের হাঁসফাঁস কমে আসায় স্বস্তি অনুভব করছেন নগরবাসী।


আজ রাতে রাজধানীর বাংলামটর, কলাবাগান, ইস্কাটন, মগবাজার, মালিবাগ, মৌচাকসহ বিভিন্নি জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে।


তবে এদিন বিকাল থেকেই তাপমাত্রার পারদ কিছুটা কম ছিল। সন্ধ্যার দিকে হালকা বাতাসও হয়েছে কোথাও কোথাও, যা আগাম স্বস্তির বৃষ্টির আভাস দেয়।


আরও পড়ুন: বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যে পরামর্শ দিলেন হিট অফিসার


রাজধানীর কলাবাগানের বাসিন্দা আল জোবায়ের বাদশা বলেন, ‘টানা একমাসের তীব্র তাপপ্রবাহে জীবন চলে যাওয়ার মতো অবস্থা। কাজেকর্মে অস্বস্তি, রাতে ঘুমাতে অস্বস্তি, চলতে-ফিরতে সব জায়গায় যেন অস্বস্তি। সেদিন রাতে বৃষ্টি হলেও গরম কমেনি। আজ রাতের বৃষ্টিতে মনে হচ্ছে তাপদাহ অনেকটা কমবে।’


প্রসঙ্গত, চলতি মৌসুমে যশোরে সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। যা দেশের ৫২ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। এমনকি দেশের আবহাওয়ার রেকর্ড অনুযায়ী এটিই দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে আবহাওয়া রেকর্ড সূত্রে ১৯৭২ সালের ১৮ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড পাওয়া যায়। সেদিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


এমএল/