মালয়েশিয়ায় যাওয়ার পথে সোনাদিয়া দ্বীপে ১৩৫ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সমুদ্র পথে অবৈধ ভাবে মালেয়শিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ থেকে ১৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ মার্চ) দুপুরে মহেশখালীর সোনাদিয়া থেকে এ রোহিঙ্গাদেরকে আটক করে মহেশখালী থানার পুলিশ।
উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগিতায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য দ্বীপে জড়ো হয়েছিল। এদেরকে উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্প থেকে দালালচক্র সোনাদিয়া দ্বীপে নিয়ে এসেছে বলে পুলিশ জানায়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে দালালরা কৌশলে অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যেতে ১৩৫ রোহিঙ্গাকে মহেশখালীর সোনাদিয়ায় জড়ো করে। এসময় খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়া দ্বীপে অভিযান পরিচালনা করে ১৩৫ জন রোহিঙ্গাকে আটক করে। দালালের সহযোগিতায় তারা ইঞ্জিন বোটে করে মালেশিয়া যাচ্ছিল বলে স্বীকার করেছে।
আটক রোহিঙ্গাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওআ/