বৌয়ের কথায় মাকে খুন!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বৌয়ের কথায় মাকে খুন!

ময়মনসিংহের কুষ্টিয়া ইউনিয়নের পাড়া খালবালা গ্রামে এলাকায় এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত বৃদ্ধার ছেলেকে আটক করেছে কোতোয়ালী পুলিশ। সোমবার (২১ মার্চ) সকালে হাফিজা খাতুনের (৭০) মারা যায়। এ ঘটনায় আসামি মো. আব্দুল মান্নান (৫৫)কে রাত ৮টার দিকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১১টার দিকে নিহত হাফিজা খাতুন ও তার পুত্রবধূর সঙ্গে ঝগড়া হয়। বিষয়টি ছেলে আব্দুল মান্নান জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মাকে ঘুষি মারে। এতে বৃদ্ধ মা হাফিজা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনার জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় তাৎক্ষণিক কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের নির্দেশে ২৪ ঘণ্টা আগে গোপন সংবাদের ভিত্তিতে আসামি আব্দুল মান্নানকে আটক করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ভিকটিমের অপর ছেলে আব্দুল আজিজ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছে।

এসএ/