পরিবারটির সাত সদস্যের ছয়জনই প্রতিবন্ধী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পরিবারটির সাত সদস্যের ছয়জনই প্রতিবন্ধী

সাত সদস্যের পরিবারে ছয়জনই প্রতিবন্ধি। শেরপুরের নালিতাবাড়ীর পশ্চিম সমশ্চূড়া এলাকার ছফর-জহুরা দম্পতির ১১ সন্তানের মধ্যে ছয়জনই জন্মের পর থেকেই প্রতিবন্ধী। অসহায় পরিবারটির সহায়তায় সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন এলাকাবাসী। 

শেরপুরের নালিতা বাড়ীর পশ্চিম সমশ্চূড়া এলাকার পঞ্চাশোর্ধ রমিজা, আজগর, জয়নাল, রহিমা, কুলসুম এবং ফাতেমা। সম্পর্কে ভাই বোন হলেও এদের কেউই কথা বলতে পারেন না।

এলাকাবাসী বলছেন, মৃত ছফর উদ্দিন ও জহুরা দম্পতি জন্ম দেন ১১ সন্তান। নানা অসুখে চার সন্তান মারা যায়। জীবিত সাত সন্তানের মধ্যে ছয় সন্তানই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী।

সুস্থ থাকা ভাই মোহাম্মাদ আলী আগে কাজ করে খাওয়াতে পারলেও এখন তিনি নুয়ে পরেছেন বয়সের ভারে। 

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান, সরকারিভাবে তাদের যতটুকু সহযোগিতা করা সম্ভব সেটা অবশ্যই করা হবে। প্রতি মাসে এই পরিবারকে ৬০ কেজি চাল দিচ্ছে জেলা প্রশাসন।

অন্যদিকে, পরিবারটির সহায়তায় সরকার ও বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন শেরপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান।

এসএ/