ঢাকা ছাড়লেন ডোনাল্ড লু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১৬ই মে ২০২৪
তিন দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
বৃহস্পতিবার (১৬ মে) সকালে ঢাকা ছাড়েন তিনি।
ডোনাল্ড লু ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেন। পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। ডোনাল্ড লু নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
আরও পড়ুন: এখনো ভিসা হয়নি ৬ হাজার হজযাত্রীর
ওইদিনই যৌথ ব্রিফিংয়ে আসেন ডোনাল্ড লু জানান, “বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন চায় যুক্তরাষ্ট্র।”
আরও পড়ুন: নতুন করে আস্থার সম্পর্ক গড়ে তুলতেই এ সফর: ডোনাল্ড লু
ব্রিফিংয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে ‘অনেক টানাপড়েন’ তৈরি হয়েছিল উল্লেখ করে ডোনাল্ড লু বলেন, “এসব সরিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চায়, পেছনে নয়।”
উল্লেখ্য, গত ১৪ মে তিন দিনের সফরে ঢাকায় আসেন ডোনাল্ড লু।
জেবি/আজুবা