মেলায় সবজির শিল্পকর্মে দেশ প্রেমের নিদর্শন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মেলায় সবজির শিল্পকর্মে দেশ প্রেমের নিদর্শন

ময়মনসিংহের ঈশ্বরগন্জে মুক্তির উৎসব ও মহান স্বাধীনতার সুর্বণ জয়ন্তী মেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের স্টলে বঙ্গবন্ধুর নৌকায় মৌসুমী সবজি সিম ও লাল মরিচ দিয়ে তৈরিকৃত লাল সবুজের পতাকার লিল্পকর্মের মাধ্যমে দেশপ্রেমের নিদর্শন তুলে ধরা হয়েছে।

জানা যায়, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭-২৩ মার্চ উপজেলা পরিষদ চত্বরে মুক্তির উৎসব ও মহান স্বাধীনতার সুর্বণ জয়ন্তী মেলা আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার প্রতিটি দপ্তর নানা আয়োজনে অংশগ্রহণ করলেও কৃষি দপ্তরের স্টলে ছিল বঙ্গবন্ধুর প্রতি অন্যরকম অনুভূতি। স্টলে বঙ্গবন্ধু নৌকার উপর কৃষকের মৌসুমী সবজি সিম ও পাকা লাল মরিচ দিয়ে উপস্থাপন করা হয়েছে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে  দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ  ও লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া একটি জাতির পরিচয়, লাল সবুজের পতাকা। দৃশ্যটি মেলায় অংশগ্রহণকারী দর্শনার্থীদের মধ্যে এক অন্যরকম অনুভূতি জাগ্রত করেছে। 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন জানান, ‘শিল্পকর্মটি আমি দেখেছি এবং এর মাধ্যমে লোকজন দেশপ্রেমে উদ্ভুদ্ধ হবে।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বলেন, ‘কৃষি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারিরকে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের কৃষিকে বাস্তবায়ন করছি এটা তার ক্ষুদ্র প্রয়াস।’

এসএ/