‘আগামী দুই বছরের মধ্যে শুরু হবে দর্শনা স্থলবন্দরের কাজ’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘আগামী দুই বছরের মধ্যে শুরু হবে দর্শনা স্থলবন্দরের কাজ’

চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ স্হলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান দর্শনা বন্দর বাস্তবায়নের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এডিশনাল সেক্রেটারি ও বন্দর বাস্তবায়ন কতৃপক্ষের চেয়ারম্যান মোঃ আলমগীর ঐদিন বেলা দেড়টার দিকে সাংবাদিকদের জানান, ‘দর্শনা বন্দরকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে আগামী দু বছরের মধ্যে জমি অধিগ্রহনসহ অন্যান্য কাজ এগিয়ে নেয়া হবে। 

তিনি আরও বলেন, ‘আমরা দর্শনা বন্দরটি ২০০৪ সালে অনুমোদন হাতে পেয়েছি সেই থেকে আমরা জোরে সোরে কাজ চালিয়ে যাচ্ছি।’

পরে তিনি দর্শনা সীমান্তের জিরো পয়েন্ট পরিদর্শন করেন। 

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২ টায় দর্শনা আন্তজার্তিক চেকপোস্টে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, সি এ্যান্ড এফের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু, দর্শনা বাসষ্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক ওমর আলী, বিশিষ্টি সি এ্যান্ড ব্যাবসায়ী রফিকুল ইসলাম সহ এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।

পরে দর্শনা আন্তজার্তিক বিজিবি সম্মেলন কেন্দ্রে বন্দরটি বাস্তবায়ন সম্পর্কে বিভিন্ন আলোচনা হয়। 

এসএ/