২৪ দিনে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ডলার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪


২৪ দিনে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ডলার
ফাইল ছবি

চলতি বছরের মে  মাসের  প্রথম ২৪ দিনে রেমিট্যান্স (প্রবাসী আয়) এলো  ১৭৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।


রবিবার (২৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


আরও পড়ুন: জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু আগামী ৫ জুন


প্রবাসীদের পাঠানোর রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৯ কোটি ১২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৮৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া  বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫৮ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার।


আরও পড়ুন: সরকারি-বেসরকারি ৩০ ব্যাংকের এমডি যুক্তরাষ্ট্র যাচ্ছেন


এর আগে, এ বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার এবং এপ্রিল মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার ডলার।


জেবি/এসবি