ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৪


ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি
প্রতীকী ছবি

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া সারাদেশে আরও ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।


মঙ্গলবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন রয়েছেন।


আরও পড়ুন: ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজধানীর ১৮ এলাকা


এ  বছরের ২৮ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৯৫ জন। এর মধ্যে ১ হাজার ৬৮৩ জন পুরুষ এবং এক হাজার ১১২ জন নারী রয়েছেন।


আরও পড়ুন: করোনা ভাইরাসে মৃত্যু ১, শনাক্ত ১১


এ ছাড়া একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং জন ১৯ জন নারী রয়েছেন।


জেবি/এসবি