Logo

রাজশাহীর কৃষি প্রযুক্তি মেলায় ১৩৫ জাতের আমের প্রদর্শনী

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৪, ০২:৫৫
47Shares
রাজশাহীর কৃষি প্রযুক্তি মেলায় ১৩৫ জাতের আমের প্রদর্শনী
ছবি: সংগৃহীত

বাঘা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেন

বিজ্ঞাপন

রাজশাহীর বাঘায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। যাতে ঠাঁই পেয়েছে ১৩৫ জাতের আম।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে উপজেলার বটমূল চত্বরে এই মেলার উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম। বাঘা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেন। মেলার ২০টি বিভিন্ন ধরনের স্টলের মধ্যে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের নজর কেড়েছে বাঘায় উৎপাদিত ১৩৫ জাতের আম প্রদর্শন। 

বিজ্ঞাপন

এগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মণভোগ, ফজলি, ক্ষীরসাপাতি, হিমসাগর, ল্যাংড়া, আড়াজাম, আম্রপালি, মল্লিকা, আশ্বিনা, নন্দফ্রাম, কুয়াপাড়ি, চোষা, তোতাপরি, অনামিকা, ফনিয়া, জহুরা, বারি আম-৪, ব্যানানা ম্যাঙ্গো, কিং অব চাকাপাত, বোম্বাই, লাখে এক, খাজা গুটি, চিনিঘোরা, চুঙ্গাভোগ, মোহনভোগ, হাঁড়িভাঙা, বিবি, চাপড়া, ডুকসা, হাতিম, কৃষাণভোগ, কাদুমা, গোপালভোগ, বেলি, দুধসর, দুধকোমর, আপেল গুটি, মিয়াজাকি (সূর্যডিম), চেংসাই, ডকমাই, ভাদরী, নাকাবাসী, সুমাসি, জগৎমোহনী, দিংলি, হাতিঝোপা, কদালকাটি, সিন্দুরটোকা ও বারি আম-১১।

বিজ্ঞাপন

আরও রয়েছে আনারসি, জাওনি, পাগাড়ে, স্বপ্নবিভর, ঝিনুক আশ্বিনা, বড় গুটি, চরুষা, ঠুটি, দুধভরা, বৈশাখী, আড়াজাম, ভুরই, গৌড়মতি, কাটিমন, কালুয়া গুটি, আনারকলি, বউ ভোলানো, ইঁদুরচাটা, বাবুইঝুকি, গুটি বড়, গুটি ছোট, বিশ্বনাথ, সুরমা ফজলি, বাঘাশাহী, বঙ্গবাসী, আষাঢ়ি, নাক ফজলি, ছাতু ভিজালি, গোল্লা, বাতাসী, ধমিয়া, সেঁদুরী, মোহনঠাকুর, গুটি আম (এক কেজি), মেথা, মিছরিছানা, সালাম ভোগ, খালসি, হাইব্রিড লকনা, মধু খালসি, পেঁপে গুটি, পেপসি গুটি, কাকড়ি, সুগন্ধি গুটি, নাজিরভোগ, দুধসাগর, বালিশ গুটি, জায়েন্ট ক্ষীরসাপাতি, মধু চুষকা, আবদুল্লাহ ফজলি, কালীভোগ, মধুমতি ও জামাইভোগসহ আরও অনেক জাতের আম। 

বিজ্ঞাপন

এছাড়াও মেলায় বিভিন্ন গাছের চারা, সবজি,মধু,বসত বাড়ির আজ্ঞিনায় সবজি চাষ সহ বিভিন্ন প্রদর্শনী দেখা যায়। মেলায় ঘুরতে আসা মাসুদ নামের এক দর্শনার্থী জানায় আমাদের বাঘার আম মানেই একটি ব্যান্ড। বর্তমানে আমাদের বাঘাতে অনেক জাতের আম পাওয়া যায়।

বিজ্ঞাপন

বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, উপজেলার বিভিন্ন বাগান থেকে ১৩৫ জাতের আম সংগ্রহ করা হয়েছে। দর্শনার্থীদের কাছে পরিচিতির জন্য এসব আম প্রদর্শনী স্টলে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন এই উপজেলার আম আগে রাজশাহীর আম নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে বাঘার আম নামে পরিচিতি লাভ করেছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD