বেনজীর-আজিজ আ.লীগের আসল চেহারা: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৩রা জুন ২০২৪
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে উঠা ‘দুর্নীতির অভিযোগের’ দায় নিয়ে সরকারের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি মন্তব্য করেছেন। তিনি বলেন, “গত কিছুদিন পত্রিকা খুললেই বেনজীরের নজিরবিহীন দুর্নীতি। একইসঙ্গে সাবেক সেনাপ্রধান। তাকেও নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। আর তাদের তথাকথিত সংসদ সদস্যকে কলকাতায় নিয়ে টুকরো-টুকরো করেছে। এই হচ্ছে তাদের (আওয়ামী লীগের) চেহারা।”
সোমবার (৩ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ সভার আয়োজন করে মহিলা দল।
এখন সেনাবাহিনীর অবস্থায় কোথায়– এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, “যখন তার সাবেক প্রধানকে নিষেধাজ্ঞা দেয়। সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যখন তাদের সাবেক প্রধানকে দেশ থেকে পালিয়ে যেতে হয়। কার সম্মান কোথায় থাকে। আজ এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে।”
আরও পড়ুন: বেনজীরকে সিঙ্গাপুর এয়ারলাইনসে তুলে দিয়েছে সরকার: ফখরুল
মির্জা ফখরুল বলেন, “আজ পত্রিকায় দেখলাম পাবনায় ২টি গরু বিক্রি হয়েছে ৪০ লাখ টাকায়। এদিকে মানুষ ডিম কিনতে পারছে না। বাচ্চাদের ডিম দিতে পারছে না”
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: ২১৭ নেতাকে বহিষ্কার করল বিএনপি
তিনি আরও বলেন, “লেখাপড়ার খরচ জোগাতে পারছে না। অপরদিকে, ৪০ লাখ টাকা দিয়ে গরু কিনছে। এটা কেন? এই দেশের অর্থনীতিকে এমন জায়গা নিয়ে যাওয়া হয়েছে, ধনীকে আরও ধনী করছে। আর গরিবকে আরও গরিব করছে।”
জেবি/এসবি